বৃষ্টি ও বন্যার অজুহাতে কাঁচাবাজারে আগুন -শিমের কেজি ২০০, বেগুন ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক: কাঁচামরিচের সাথে সাথে এবার শিম, বেগুন ও টমেটোর দামও ঊর্ধ্বমুখী। ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। আর কাঁচামরিচার দাম এখনও ২শর কাছাকাছি।
বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটিই দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বাজারে সবচেয়ে কম দরে বিক্রি হচ্ছে পেঁপে। পেঁপের কেজি ২০ টাকা। একই দরে বিক্রি হচ্ছে কচুর মুখী। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজিতে।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের পাশাপাশি বেগুনের দাম বেড়েছে। মৌসুম না না থাকায় শিমের দাম বেশি। একই কারণে টমেটোর দামও বাড়তি।
রামপুরা বাজারের ব্যবসায়ী নূরুল হাসান বলেন, দুই-তিন দিন আগেও বেগুন বিক্রি করেছি ৫০-৬০ টাকা কেজিতে। আজ কালো বেগুন কেনাই পড়েছে ৮৮-৯০ টাকায়। এখন খুচরা বিক্রি করছি ১০০ টাকা কেজিতে। সাদা গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।
মালিবাগ কাঁচা বাজারের ব্যবসায়ী রশিদ মিয়া বলেন, কেজিতে সিমের দাম বেড়েছে ২০ টাকা। গতকালও সিম বিক্রি করেছি ১৫০-১৬০ টাকা কেজি। আজ ১৭০ টাকা কেজি কেনা পড়েছে। এখন ২০০ টাকা কেজিতে খুচরা বিক্রি করছি।
তিনি বলেন, শিম ও বেগুন ছাড়াও টমেটোর দাম বেড়েছে। গতকাল টমেটো বিক্রি করেছিলাম ১০০ টাকা কেজিতে। আজ বিক্রি করছি ১২০ টাকা কেজিতে। তবে কাঁচামরিচ ও শসার দাম কিছুটা কমেছে।
রামপুরা বাজারে আসা ক্রেতা মিরান আহমেদ বলেন, ছোট চিংড়ি মাছ কিনেছি। বেগুন আর শিমের দাম শুনে কেনার সাহস হলো না। সিমের যে দাম, তাতে চার কেজি চাল কিংবা পেঁয়াজ কেনা যাবে। তাই আলু আর লাউ কিনেছি চিংড়ি দিয়ে খাওয়ার জন্য। তুলনামূলক এ দুই সবজির দাম এখনো কম।
রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহে ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজিতে। করলা ও কচুর লতি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। বরবটি ৪০ থেকে ৫০ টাকা আর পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা, ঢেঁড়স ও ধুন্দুল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। আর কদু ও ছোট কুমড়া বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা পিস।
শাকের মধ্যে পালংয়ের আঁটি বিক্রি হচ্ছে ১৫ টাকা করে। পুঁইয়ের বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা আঁটিতে। একই দামে বিক্রি হচ্ছে কদু শাক। আর সব চেয়ে কম দামে বিক্রি হচ্ছে লাল ও কলমি শাক। এ দুই শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকা করে।
মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ভালো মানের মোটা চাল ৫২ , নাজিরশাইল ৬৬ থেকে ৬৮, বাংলামতি ৭৩ থেকে ৭৫, পাইজাম আতপ ৬৩ থেকে ৬৫, মিনিকেট চিকন ৬৬ থেকে ৬৮, পোলাও চাল ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন