লকডাউনের কুফল: ব্যবসা ছাড়ছেন পোল্ট্রি খামারিরা
মৌলভীবাজার সংবাদাদাতা: দফায় দফায় সরকারী বিধিনিষেধ আর লকডাউনের খপ্পরে পড়ে বিপর্যয়ে পড়েছে মৌলভীবাজারের পোল্ট্রি শিল্প। বাজারে কমেছে সব ধরনের মুরগি ও ডিমের দাম। এতে বিপাকে রয়েছেন জেলার হাজার হাজার খামারি।
খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। তাই মুরগির দাম কমেছে। তবে পোল্ট্রি ব্যবসায়ীদের অভিযোগ, মুরগির দাম কমলেও ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে কয়েক দফা বেড়েছে মুরগির খাবারের দাম। এতে পুঁজির অভাবে ব্যবসা ছাড়তে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
মৌলভীবাজারের পোল্ট্রি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আহমদ বলেন, লকডাউনের নেতিবাচক প্রভাবে খামারিরা দিশেহারা। লোকসানে পড়ে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলার মা-মণি পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী আব্দুর রউফ জানান, ব্রয়লার জাতের চার হাজার মোরগের চারটি সেড ছিল। কিন্তু দাম না পাওয়ায় প্রায় চার লাখ টাকা লোকসান হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন