বরিশাল জেলা ডিবির ওসির স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে মারধরের অভিযোগ
বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলা ডিবির ওসি মিজানুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে রাস্তায় শিশু গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে গৃহকর্মীকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি জানান, শিশুটির পরিবারের কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে চৌমাথা বাজারের সামনের রাস্তা পার হচ্ছিল ওই শিশুটি। তার হাতে একটি শপিং ব্যাগ ছিল। এ সময়ে এক নারী ও একজন ছেলে এসে শিশুটিকে ধরে চড়-থাপ্পড় দেয়।
এ সময় শিশুটি কান্না করে বলছিল, ‘আমি আমনেগো লগে যামু না।’ ঘটনা দেখে চারপাশের লোক জড়ো হলে ওই নারী অসৌজন্যমূলক আচরণ করেন। প্রত্যক্ষদর্শী মমতাজ বলেন, মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। গরিব মারলে তো আর বিচার হয় না।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, মানুষের ভিড় বাড়লে নিকটস্থ পুলিশ বক্সের দায়িত্বরত সদস্যরা শিশুটিকে তাদের হেফাজতে নেন এবং মারধরকারীদের বাসায় চলে যেতে বলেন।
জানা গেছে, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম মনি (১১)। সে বাবুগঞ্জ উপজেলার পিতা মন্টু হাওলাদারের মেয়ে। রুপাতলী এলাকায় ডিবি ওসির মিজানুর রহমানের বাসায় কাজ করতেন। এ সময় তাকে অনেকবারই নির্যাতন করা হয়। এ কারণে আজ সে বাসা থেকে পালিয়ে যায়। এরপর তাকে নগরীর চৌমাথা এলাকায় মিজানুর রহমানের স্ত্রী রাস্তায় মারধর করে।
অভিযুক্ত নারীর স্বামী জেলা ডিবির ওসি মিজানুর রহমান দাবি করেন, ৩ দিন আগে শিশুটির মা আমার বাসায় রেখে যান। আমার স্ত্রী অসুস্থ। আজ সকালে সে রিপোর্ট দেখানোর জন্য বাইরে বের হয়েছে। আমি বাসায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই সুযোগে শিশুটি ঘরের বাইরে বের হয়ে যায়। ১২ বছরের শিশু আপনার বাসায় কী কারণে রেখেছেন? প্রশ্নের জবাবে কিছুই বলতে পারেননি তিনি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন