প্রধানমন্ত্রীকে ব্যাটারিচালিত রিকশাচালকদের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: সংকটের সময়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন লাকসাম উপজেলার ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে ৪১ জন শ্রমিক নেতা স্বাক্ষর করেন এবং ২২ জনের একটি প্রতিনিধি দল গত বুধবার (৩০ জুন) স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।
এর আগে গত রোববার (২৭ জুন) লাকসামের প্রায় সব রিকশা-ভ্যান-ইজিবাইক চালক রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেন। লাকসাম উপজেলা গণসংহতি আন্দোলন শ্রমিকদের দাবির প্রতি সমর্থন দিয়েছে।
সমাবেশে প্রধান বক্তা বলেন, পাটকল, চিনিকল বন্ধ রয়েছে। এখন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে শ্রমিকদের জীবন-জীবিকা, রুটি-রুজি হুমকির মুখে পড়বে। এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানাই।
স্মারকলিপির বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লাকসামে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হবে না বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন ইউএনও।
আন্দোলনকারীদের বিশ্বাস, দেশব্যাপী প্রায় ৫০ লাখ শ্রমিকের জীবন-জীবিকার ব্যাপারে সরকার সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিল করবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন