আদালতে মামলা জট নিয়ে সংসদে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: আদালতে মামলা জট নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। দ্রুত বিচারক নিয়োগ দিয়ে এই জট কমানোর দাবি জানিয়েছেন তারা।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইনমন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এ দাবি জানান। এসময় আইনমন্ত্রী জানান, মামলা জট কমানোর চেষ্টা চলছে। এর জন্য বিচারক নিয়োগের চেষ্টা অব্যাহত আছে।
বিরোধীদল জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, প্রতিনিয়ত নতুন নতুন মামলা হয়। আইনমন্ত্রীকে বলবো পারলে জুরি বোর্ড করেন। জুরি বোর্ড বা সালিশির মাধ্যমে মামলা কমানো যায় কিনা। নতুন করে বিচারক নিয়োগ দিলে জট কমে যাবে।
জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান বলেন, দেশে ৩৮ লাখ মামলা জট রয়েছে। এই মুহূর্তে যদি আর কোনো মামলা না হয় তাহলেও এই মামলাগুলো নিস্পত্তি করতে ২০ বছর সময় লেগে যাবে। মানুষের সময়মতো বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু সেই অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এজন্য দ্রুত উদ্যোগ নেওয়া দরকার। এভিডেন্স অ্যাক্ট পরিবর্তন করা দরকার। এটি ব্যবহার করা যায় না।
জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, মামলা জট কমাতে দ্রুত বিচারক নিয়োগ দিতে হবে। আদালত ভবন নির্মাণ করতে হবে। অনেক কাজ আছে অভিজ্ঞ ও নিরপেক্ষ বিচারক নিয়োগ করুন।
জাতীয় পার্টির রওশনারা মান্নান বলেন, মামলার জট অনেক জমা হয়ে গেছে। এ মামলাগুলো কেন শেষ করা হয় না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে দক্ষ ও অভিজ্ঞ বিচারক নিয়োগ দিতে হবে। সৎ বিচারক নিয়োগ না দিলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।
বিএনপির সদস্য হারুনুর রশীদ বলেন, নির্বাচন কমিশন নিয়ে দেশের বিশিষ্ট নাগরিকরা রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেটা নিষ্পত্তি করা হয়নি।
বিএনপির সদস্য মোশাররফ হোসেন বলেন, মামলা জটে মানুষের ভাগ্য ঝুলে আছে। এতে জনগণ হেনস্তা হচ্ছে। বিএনপি বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিচারক নিয়োগ দিলে এই জট কমানো যাবে।
এরপর আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, এভিডেন্স অ্যাক্ট যুগোপযোগী করার জন্য কাজ চলছে। সংসদের আগামী অধিবেশনে এটি উপস্থাপন করা হবে। লকডাউনে কারণে এই জট আরও বাড়ছে। তবে ভার্চ্যুয়াল আদালত চালু হওয়ার পর এক লাখের বেশি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একদিনে বিচার হয়ে যায় না, এর জন্য সময় লাগবে। বিচারক ও বিচারাপতি নিয়োগের চেষ্টা করে যাচ্ছি। এই সরকারের সময় ১১শ বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন