এনজিও’র কিস্তি বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক: গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের কাছ থেকে সরকারী বিধিনিষেধ চলাকালে এনজিও ও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।
তারা অভিযোগ করেন, সরকারী বিধিনিষেধে কর্মহীন গ্রাম-শহরের শ্রমজীবী মানুষ এমনিতেই আয় রোজগার হারিয়ে অভাব অনটনে বিপর্যস্ত। এর সঙ্গে এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায়ের নামে হয়রানি গ্রামের দিনমজুর, শহরের হকার, রিকশাচালক, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা দিশেহারা অবস্থায় পড়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন