পাহাড়ে অভিযান চালিয়ে ৩৭০ বসতঘর উচ্ছেদ
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে ৩৭০টি ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এসব বসতঘর উচ্ছেদ করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অভিযানে বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০, সীতাকু- অংশে ৭০ এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি সেমিপাকা এবং পাকা সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়েছে।
একই দিন সকাল সাড়ে ১০টায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেন ছয়জন ম্যাজিস্ট্রেট। লিংক রোডের কাট্টলি অংশে অভিযান চালান চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক ও কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান।
অন্যদিকে লিংক রোডের হাটহাজারী অংশে অভিযান চালান হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ।
এছাড়া লিংক রোডের সীতাকু- অংশে অভিযান পরিচালনা করেন সীতাকু- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত।
অভিযানে প্রতিটি টিমের সঙ্গে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়াররা অংশ নেন। মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১৫০ সদস্য অভিযানে তাদের সহযোগিতা করেন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন