পাকিস্তান তৈরী করছে উন্নত প্রযুক্তির ড্রোন!
সাস নিউজ ডেস্ক: উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন তৈরি করছে পাকিস্তান। ‘ইউক্যাব’ নামের এই ড্রোন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হবে বলে জানা গেছে।
সীমান্তে নজরদারি চালাতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই দেশীয় ড্রোন নির্মাণের দিকে জোর দিচ্ছে পাকিস্তান।
জানা গেছে, পাকিস্তানের ‘গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (জিআইডিএস) তৈরি করেছে ‘ইউক্যাব’ নামের ড্রোনটি। এটি ১৫ ঘণ্টা পর্যন্ত টানা উড়তে সক্ষম হবে। একইসঙ্গে এই ড্রোন মিসাইল বহন করে তা শত্রুর ওপর নিক্ষেপ করতে পারবে।
ড্রোনটি রিমোট কন্ট্রোলে ২৫০ কিলোমিটার সীমার মধ্যে উড়তে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি জানায়, উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে বসেই সারা বিশ্বে নজরদারি চালানো সম্ভব হবে। পাকিস্তানি এই ড্রোনের রয়েছে বেশ কিছু ভিন্ন ধরনের বৈশিষ্ট্য যা অন্যদেশের ড্রোন থেকে আলাদা। স্যাটেলাইটের সঙ্গে এটি যুক্ত করার পর রেঞ্জ কমানো যেতে পারে।
তথ্যসূত্র: ফক্স নিউজ
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন