ভারতের বাঁধের কারণে পানির প্রবাহ কমে গেছে-প্রধানমন্ত্রী
সাস নিউজ: ফারাক্কাসহ ভারতের দেওয়া বিভিন্ন বাঁধের কারণে, বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীগুলোর স্বাভাবিক গতিপ্রবাহ বজায় রাখতে প্রতি বছর যথাসময়ে ড্রেজিং কার্যক্রম চালাতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই আরেক বৈঠকে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ ভবন এবং হাসপাতালের স্থলে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন ভবন নির্মাণ করার কথা জানান শেখ হাসিনা।
বিশ্বজুড়েই যোগাযোগের সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে নৌপথ। এক সময় বাংলাদেশেও তাই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই পথ। আর অনেক নদীও এখন মৃতপ্রায়। কিন্তু ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নিলে এমনটা হতো না বলে মনে করেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার যমুনা ও পদ্মার তীর স্থিরকরণ এবং ভূমি পুনরুদ্ধারে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন সংক্রান্ত বৈঠকে এমন মত তুলে ধরেন শেখ হাসিনা। দ্রুত এই কার্যক্রম জোরদারে দেন বিভিন্ন দিক নির্দেশনা।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন