ইটালি থেকে ৭৬২ মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ইটালি সরকার পাকিস্তানের কাছে ৭৬২ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে। ইটালি সরকারের ‘রিপোর্ট অন দি অথরাইজড ট্রানজেকশন ক্যারিড ফর এক্সপোর্ট, ইমপোর্ট এন্ড ট্রানজিট কন্ট্রোল অব আর্মামেন্ট মেটেরিয়ালস’-এ এই তথ্য দেয়া হয়েছে। কাতারের পর ইটালির অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হলো পাকিস্তান।
২০১৭ সালে ইটালি থেকে পাকিস্তান যে অংকের অস্ত্র-সরঞ্জাম কিনেছে (১৯৪.১৫ মিলিয়ন ডলার) ২০১৮ সালে কিনেছে তার চারগুণ।
২০১৬ সাল থেকে ইটালি থেকে পাকিস্তানের অস্ত্র সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে লিওনার্দোর তৈরি এডব্লিউ১৩৯ এসএআর এন্ড ইউটিলিটি হেলিকপ্টার, এম১০৯এল ট্রাকড ১৫৫ এমএম সেল্ফ-প্রপেলড হাউৎজার, এবং অন্যান্য অতিরিক্ত সাঁজোয়া যান।
২০১৮ সালের এপ্রিলে লিওনার্দো আরেকটি এডব্লিউ১৩৯ পাকিস্তানের কাছে বিক্রির কথা ঘোষণা করে। চলতি বছরের গোড়ার দিকে এটি সরবরাহ করার কথা। এই বিক্রির কারণেই অংকটি হঠাৎ করেই এত বেড়ে গেছে।
পাকিস্তান বিমান বাহিনী তার এসএআর কাজে এখন আলুত্তি-৩ হেলিকপ্টারগুলোর বদলে এডব্লিউ১৩৯ ব্যববহার করছে। ফলে লিওনার্দোর কাছ থেকে নতুন যে হেলিকপ্টার কেনা হচ্ছে তা অন্য কোন সর্ভিসেও (সেনা, নৌ বা সরকার) ব্যবহার করা হতে পারে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন