ডুবে গেছে ভারতীয় পিঁয়াজবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে পিঁয়াজের চালান নিয়ে মালদ্বীপে যাওয়ার পথে একটি কার্গো জাহাজ মঙ্গলবার ভারত মহাসাগরে ডুবে গেছে।
‘এমএসভি আর্ক অব গড’ নামের জাহাজটি ভারতের তুতিকোরিন থেকে রওয়ানা হওয়ার পর মালদ্বীপ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকতে ডুবে যায়। মালদ্বীপ কোস্টগার্ড জানায় যে তারা মঙ্গলবার দুপুর ১টার দিকে এই জাহাজডুবির খবর পায়। দুর্ঘটনার সময় জাহাজে নয় জন ক্রু ছিলো। তাদেরকে পানি থেকে উদ্ধার করে মালদ্বীপ থেকে তুতিকোরিনগামী আরেকটি জাহাজ।
এমএনডিএফের এক কর্মকর্তা জানান, ভারতীয় কোস্টগার্ডের সহায়তায় ডুবে যাওয়া জাহাজের ক্রুদের উদ্ধার করা হয়।
জাহাজটি ঠিক কোথায় ডুবেছে এবং এর কারণ কি তা এখনো পরিষ্কার নয়।
মিড সি শিপিং প্রাইভেড লি: এর জাহাজটি রাষ্ট্রীয় বিপণন সংস্থার (এসটিও) জন্য ১৫০০ বস্তা পিঁয়াজ নিয়ে মালদ্বীপ আসছিলো।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন