‘১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশ ১৪৭’
পটুয়াখালী সংবাদদাতা: দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে ২০৪১ সালের আগে বাংলাদেশ সম্মৃদ্ধ দেশে তালিকায় স্থান করে নিবে এবং বিশ্বের বুকে নেতৃত্ব দিবে।
বৃহস্পতিবার পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত একটি গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পৃথিবীর ১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪৭। আমাদের চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আছে। আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করছি। আজকের গণশুনানিও প্রতিরোধমূলক কৌশলের একটি।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে শুনানির মাধ্যমে সমস্যার সমাধান, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার জন্য ভৎসনা ও সতর্ক করা হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন