স্বাধীনতাবিরোধী বিষাক্ত মানুষগুলো এখনও তৎপর -ডিআইজি
চট্টগ্রাম সংবাদাদাতা: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু পরিবারের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ। এখনও স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা বিতর্ক করে, তারা কারা আপনারা জানেন।
স্বাধীনতাবিরোধী বিষাক্ত মানুষগুলো এখনও তৎপর। তারা দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। তারা আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে।
বুধবার নগরের হালিশহরে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনও বিতর্ক নাই। আপনারা দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। স্বাধীনতাবিরোধীরা ভুল করেছে, সেটা তারা মানতে চায় না। সামান্য অনুশোচনাও তাদের মধ্যে নেই। তারা সুযোগ পেলেই দেশের বিরোধীতা করে। মুক্তিযোদ্ধাদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের জন্য এ আয়োজন করতে পেরে আমরা গর্ববোধ করছি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ ক্ষমতায় আছে বলেই আমরা যে কোনও কাজ করতে সাহস পাচ্ছি। যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় ছিল তখন এ রকম মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিতে সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে শুরু করে কোটাসহ নানানভাবে সম্মানিত করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সকল মুক্তিযোদ্ধা এখনও অসহায় ও কষ্টে আছে এ রকম খবর পেলেই আমরা ছুটে যাচ্ছি। মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা স্বাধীন ভূখ-ে বাস করছি। যতদিন আপনারা বেঁচে আছেন সেদিনগুলোতে আপনাদের সম্মানিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন