সশস্ত্র উপজাতি সন্ত্রাসী আটক
বান্দরবান সংবাদাদাতা: সদর উপজেলার ডলুপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে সুমন চাকমা (২৬) নামে উপজাতি সন্ত্রাসীদের একটি গ্রুপ জেএসএস (মূল) দলের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গত সোমবার (২ আগস্ট) তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন তথ্যে ভিত্তিতে ডলুপাড়া থেকে উপজাতি সন্ত্রাসী সুমনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুসারে রাতেই ডলুপাড়া এলাকার কেমবাপাড়ার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে চালায় যৌথবাহিনী। সে সময় সেখান থেকে জব্দ করা হয় উপজাতি সন্ত্রাসীদের দেশীয় একটি বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, একটি মোবাইলফোন, দু’টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি। সুমন জেএসএসের (মূল) সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী বলে জানা গেছে। অভিযান শেষে তাকে বান্দরবান সদর থানা হেফাজতে রাখা হয়।
বান্দরবান সেনা রিজিয়ন থেকে জানানো হয়, পাবর্ত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন