‘সরকারি হাসপাতাল খেটে-খাওয়া মানুষের জন্য’
ফরিদপুর সংবাদদাতা: সরকারি হাসপাতাল ধনীদের জন্য নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেছেন, কোনও অজুহাতেই স্বাস্থ্যসেবা ব্যাহত করা যাবে না। স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রপাতি নষ্ট বলে রোগীদের ফিরিয়ে দেওয়া যাবে না। যদি ক্লিনিকের (বেসরকারি) যন্ত্র ঠিক থাকতে পারে, তাহলে সরকারি হাসপাতালের সব সরঞ্জামও ঠিক থাকতে হবে।
শুক্রবার ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব বলেন, সরকার আপনাদের সব সুযোগ-সুবিধা দিচ্ছে। তাহলে মানুষ কেন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে না?
পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে উপস্থিত চিকিৎসক, নার্সসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে লোকমান হোসেন বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। বর্তমান সরকার আমাদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আগের চেয়ে বৃদ্ধি করেছে। তাহলে আমরা কেন সেবার মান বাড়াবো না?
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন