সওজের সাবেক কর্মকর্তার নামে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তর, রংপুরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি করেছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক রাশেদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, ইকরাম উল্লাহ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ২০৬ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করে ভিত্তিহীন ও মিথ্যা বিবৃতি/তথ্য দিয়েছেন।
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ১০১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং অবৈধভাবে অর্জিত ২ কোটি ৪০ লাখ টাকা গোপন করতে ব্যাংক থেকে উত্তোলনের মাধ্যমে স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন