সংসদের ১৬তম অধিবেশন ফের বসছে রোববার
নিউজ ডেস্ক : পাঁচ দিন মুলতবির পর সংসদের ১৬তম ও চলতি বছরের প্রথম অধিবেশন আগামীকাল রোববার সকাল ১১টায় আবার বসছে। গত ১৬ জানুয়ারি এ অধিবেশন শুরু হয়।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। ১৭ জানুয়ারি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য সামসুল হক টুকু।
ওই দিন ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। প্রথম দিন ২ জন প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। দিনের আলোচনা শেষে স্পিকার ২৩ জানুয়ারি রোববার সকাল ১১টায় পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। মুলতবির পর কাল যথারীতি অধিবেশন আবার বসছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন