শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি
নিজস্ব প্রতিবেদক: জীবন-যাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
এ সময় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করাসহ কর্মস্থলে শ্রমিকের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন। কারণ, যেকোনও সময় মালিকপক্ষ গার্মেন্টস বন্ধ করে দিতে পারে। শেখ হাসিনার বর্তমান সরকার শ্রমিকদের সর্বনিম্ন মুজুরি ধার্য করেছিল ৮ হাজার টাকা। আমাদের শ্রমিক সংগঠনগুলোর দাবি ছিল সর্বনিম্ন ১৬ হাজার টাকা দিতে হবে। কিন্তু কেন দিতে পারছে না। আজকে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা কত টাকা বেতন পান, বেতনের কথা বাদই দিলাম, তাদের ওভারটাইমও অবিশ্বাস্য।’
তিনি বলেন, ‘আমারা দাবি করেছিলাম- আমাদের রেশন দিতে হবে। আমরা কেন রেশন পাই না? গ্রামের ক্ষেত মজুররা কেন রেশন পান না?’
তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা? শ্রমিক কর্মচারীরা, কৃষক-ক্ষেত মজুররা, নিম্নবিত্ত আয়ের মানুষেরা। আর সরকার বলেÍ ‘এই মুনাফার টাকা দিয়ে আমরা কর্মচারীদের বেতন দেবো।’ কই এর তেলে কই ভাজা চলবে না।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন