শরীয়তপুরে বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত ফানু বেগম (৭০) উপজেলার জব্বর আলী আকন কান্দি গ্রামের রজব আলী চৌকিদারের স্ত্রী।
ওই এলাকায় শরীয়তপুর-মাঝিরহাট সড়কে শনিবার দুপুরে তিনি মারা যান বলে জাজিরা থানার এসআই মো. আকরাম জানান।
এসআই বলেন, ফানু বেগম উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। এতে ফানু বেগম ঘটনাস্থালেই মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়াতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই মো. আকরাম।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন