ভাড়া নিয়ে বাসে শিক্ষার্থীর সাথে অসদাচরণ, প্রতিবাদে অবরোধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও হাফ ভাড়া নিতে না চাওয়ার প্রতিবাদে বকসীবাজার এলাকায় রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি ছয় কলেজের শিক্ষার্থীরাও। পরবর্তীতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
জানা গেছে, শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী ফেসবুকে বাস চালক ও হেলপারের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করার ঘটনায় এই আন্দোলনের সূত্রপাত। তিনি অভিযোগ করেন, হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের চালক ও হেলপার তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন।
এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে কলেজটির শিক্ষার্থীরা রাজধানীর বকশী বাজার সড়ক অবরোধ করলে সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অভিযোগকারী ওই ছাত্রী বলেন, শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে কলেজে আসার পথে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এসময় হেলপার তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন।
তিনি বলেন, পরে বাস থেকে নামার সময়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেয় হেলপার। তিনি জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইদানিং বাসগুলো শিক্ষার্থীদের তুলতে চায় না। তুললেও বাজেভাবে স্পর্শ করে হেলপাররা। নামার সময় দুর্ব্যবহার করে নামিয়ে দেয়।
পরবর্তীতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি পেস করেন। তারা জানায় ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে পুনরায় তারা আন্দোলনে যাবে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ১. ঠিকানা বাসের মালিককে ক্ষমা চাইতে হবে এবং অভিযুক্ত হেলপারকে বিচারের আওতায় আনতে হবে। ২. সব ধরণের গণপরিবহনে হাফ পাশ নিশ্চিত করতে হবে। ৩. গণপরিবহনে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ নিশ্চিত করতে হবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন