বিমার ২৫ কোটি টাকা লোপাট: ৫ প্রতিষ্ঠানের ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: বিমা প্রিমিয়ামের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশন, এক্সিম ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে চার্জশিট দাখিল করবেন। চার্জশিটে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান আবুল কাশেমের বিরুদ্ধে ২০২০ সালের ৯ নভেম্বর মামলা করে দুদক।
এরপর গত ২৯ জুলাই ওই অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপক আবুল কাশেমকে গ্রেফতার করে দুদক।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন