বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালালো আসামী
লালমনিরহাট সংবাদাদাতা: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে এক আসামি। শনিবার ভোর ৪টার দিকে পালিয়ে যায় ওই মাদক কারবারি।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, গত জুমুয়াবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা মনছুর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করে। পরে তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শনিবার ভোর ৪টার দিকে ওই ক্যাম্প থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আটক করতে পারেনি বিজিবি।
এ বিষয়ে মালগারা এলাকার কলেজ শিক্ষক সাদেকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী মনছুর আলী দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক কারবারির ব্যবসা করে আসছে। প্রশাসনের লোকজন সব কিছু জানে কিন্তু কোনো লাভ নেই। আটকের কয়েকদিন পরই দেখি তারা বেরিয়ে আসছে।
পলাতক আসামি মনছুর আলী (৩৫) উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক ল্যাটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে ধরার চেষ্টা করছে বিজিবি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন