প্রতিবাদের মুখে ‘হিজাব’ পরার নিষেধাজ্ঞা তুলে নিল সেন্ট গ্রেগরি স্কুল
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে নারী শিক্ষকদের জন্য হিজাব নিষিদ্ধ করে জারি করা নোটিশটি প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
গত সোমবার (২০ ডিসেম্বর) সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এই তথ্য জানা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ জানায়, নোটিশটি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছিল। যে কারণে সবাই (গভর্নিং বডি) মনে করেছে যে, সবার মঙ্গলের জন্য নোটিশটি প্রত্যাহার করা উচিত। তাই গভর্নিং বডির সবাই বসে আমরা নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
নোটিশে অধ্যক্ষ বলেছে, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের টিচার্স নোটিশ বোর্ডে হিজাব পরিধান নিয়ে প্রকাশিত একটি নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝি পরিলক্ষিত হচ্ছে। প্রকৃতপক্ষে আমি কাউকে কোনোভাবেই মনোকষ্ট দিতে চাইনি। কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকেন তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং নোটিশটি প্রত্যাহার করে নিচ্ছি।
এর আগে গত ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ স্বাক্ষরিত নোটিশে নারী শিক্ষকদের শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হিজাব না পরতে বলা হয়েছিল।
নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাসহ দেশজুড়ে সরব প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন