দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি: চাকরিচ্যূত শিক্ষককে পুনর্বহালের আদেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে কটূক্তির ঘটনায় চাকরিচ্যূত রাজধানীর ভিকারুননিসার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে পুর্নবহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
সোমবার বিচারক মামনুন রহমান ও বিচারক খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ভিকারুননিসার ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দ্বীন ইসলাম উনাকে নিয়ে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর ভিকারুননিসার গর্ভনিং বডি সর্ব সম্মতিক্রমে জগদীশ চন্দ্র পালকে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন। গত ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গর্ভনিংবডির এ সিদ্ধান্ত স্থগিত করে জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহাল করে। পরে গত ৭ নভেম্বর জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। একইসঙ্গে তাকে পুনর্বহালে বোর্ডের আদেশও চ্যালেঞ্জ করা হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন