টেকনাফে ১০ কোটি টাকার আইস উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। পরে চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম ১০ কোটি টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদককারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন