টিসিবি: সিরিয়াল ২৫০ পার হলেই ফিরতে হচ্ছে খালি হাতে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে টিসিবির ট্রাকসেলে ক্রেতাদের উপচেপড়া ভিড়ের কারণে ব্যবহার করা হচ্ছে অমোচনীয় কালি (মার্কার)। পণ্য কিনতে সারিতে দাঁড়ানো ক্রেতাদের হাতে সেই কালি দিয়ে সিরিয়াল নম্বর দেওয়া হচ্ছে। এরপর সে অনুযায়ী পণ্য দিচ্ছেন ডিলাররা। যার সিরিয়াল নম্বর কম, তিনি আগে পণ্য পাবেন।
তবে সাশ্রয়ীমূল্যের এ পণ্য পেতে প্রতিটি ট্রাকসেল পয়েন্টে সারিতে দাঁড়ানোদের অবশ্যই সিরিয়াল নম্বর ২৫০-এর মধ্যে থাকতে হবে। টিসিবির বরাদ্দ অনুযায়ী একটি ট্রাক থেকে আড়াইশ ক্রেতাকে পণ্য দেওয়ার সুযোগ রয়েছে। যদিও অধিকাংশ ডিলার ২০০ জনের হাতে মার্কার দিয়ে সিরিয়াল নম্বর দিচ্ছেন। বাকি ৫০ জনের পণ্য সংরক্ষিত রাখা হচ্ছে। প্রতিবন্ধী বা বয়স্করা এলে তাদেরকে সংরক্ষিত ৫০ জনের পণ্য থেকে দেওয়া হচ্ছে।
রোববার রাজধানীর বেশকিছু টিসিবির ট্রাকসেল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন