কিছু লোক যুক্তরাষ্ট্রকে ঢালাওভাবে মিথ্যা তথ্য দিচ্ছে -পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশে কিছু লোক আছেন, যারা ধারাবাহিকভাবে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা করছেন। তারা ঢালাওভাবে মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা ভিডিও বানাচ্ছেন। আর আপনারা যেগুলো বলেন―সেগুলো ওরাও বলে। ’
মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনে ডিপ্লোম্যাট পত্রিকার আয়োজনে ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন: কী করণীয়’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী; এ সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামগ্রিকভাবে বাংলাদেশ চাপ অনুভব করছে কি-না জানতে চাইলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে একজন মারা গেলে ‘বিচারবর্হিভূত’ হত্যা হয়। আর যুক্তরাষ্ট্রে মারা গেলে বলা হয় দায়িত্ব পালনের সময় মারা গেছে। আমাদের দেশে একজন মারা গেলেই সংবাদপত্র বড় হরফে লিখে ‘বিনা বিচারে হত্যা। ’ এগুলো থেকে যা তাদের দরকার, সেগুলো তারা ফলাও করে প্রচার করে। ’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কিছু লোক আছেন যারা দেশের উন্নয়নে খুব সন্তুষ্ট নন। একদল লোক আছেন যারা মনে করেন আওয়ামী লীগ এত ভালো করে ফেলছে কেন! সুতরাং তারা এটা পছন্দ করেন না। খুব সম্ভবত তারা তাদের (যুক্তরাষ্ট্রের) কাছ থেকে টাকা পান। তারা তথ্যগুলো ঠিকমতো দেন না। মিথ্যা তথ্য দেন। আর অনেকে তা বিশ্বাসও করেন। সেখানে আমাদের কিছু কাজ করার সুযোগ আছে। ’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারিভাবে তারা (যুক্তরাষ্ট্র) বিশেষ কিছু করেনি। তারা শুধু তাদের কাজ করছে। আমরা আমাদের কাজ করছি। যখনই কোনো দেশ উন্নতি করতে থাকে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে। আপনি যখন ভালো করেন অনেক সহকর্মী শত্রু হয়ে দাঁড়ায়। আপনি বেশি ভালো করেন, কিছু শত্রুর দেখা পাবেন। এটাই হয়ে থাকে।’
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন