কিছু পণ্যের দাম বাড়লেও দেশে হাহাকার নেই -কৃষিমন্ত্রী
টাঙ্গাইল সংবাদদাতা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সম্প্রতি কিছু কিছু নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু খাদ্যের কোনও সংকট ও হাহাকার নেই। দেশে খাদ্য নিয়ে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য অনশন, মানববন্ধন বা হরতাল করতে হবে।
শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মোটা চালের দাম গত দুই মাসে বাড়েনি। পেঁয়াজের দাম নিম্নমুখী, কৃষকেরা এখন দাম বাড়াতে চাপ দিচ্ছে। আলুর দাম কম, কৃষকেরা দাম বাড়াতে চাপ দিচ্ছে। রোজা শুরু হচ্ছে- বেগুনের দামও স্থিতিশীল। তারপরও বর্তমান সরকার মানুষের কষ্ট লাঘবে কমমূল্যে এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়াসহ নানান পদক্ষেপ নিয়েছে। ফলে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের দাম নিয়ে বিএনপির আন্দোলন, অনশন করা শোভা পায় না। বরং তাদের লজ্জা পাওয়া উচিত। পত্র-পত্রিকা ও রেকর্ড থেকে প্রমাণ দিয়ে বলতে পারি, তাদের শাসনামলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে প্রতিবছর মঙ্গা হয়েছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন মানুষ না খেয়ে থেকেছে। বিএনপি জোটের আমলে আশ্বিন-কার্তিক মাসে প্রায় প্রতিদিনই মানুষ না খেয়ে মারা গেছে। অন্যদিকে গত ১৩ বছরে আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।’
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন