ওএমএসের তালিকা: মেম্বারসহ পরিবারের ২০ জনের নাম
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আলী। তিনি নিজের স্ত্রী, বাবা, মা, ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, খালা, খালু, মামাতো ও খালাতো ভাই-বোনসহ নিজ পরিবারের অন্তত ২০ জনকে ওএমএস ও ভিজিডি কার্ডের তালিকায় নাম দিয়েছেন।
অথচ ওয়ার্ডের দুস্থ ও অসহায় অসংখ্য মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্যের আলীর স্ত্রী মমিনা বেগমের নামে ১০ টাকা কেজির চালের কার্ড রয়েছে। তা সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরের ভিজিডি কার্ডের তালিকায় স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করে চাল তুলেছেন মেম্বার। এছাড়া মেম্বার হযরত আলীর বাবা আব্দুল খালেক, মা হাজরা বেগম, ছোট ভাই হুজুর আলী, মজিবুল হক ও তার স্ত্রী লাভলী বেগম, মামা গোলাপ হোসেন, মামী ছকিনা বেগম, খালা হালিমা বেগম, খালু শাহজালাল, খালাতো ভাই হারুন ও তার স্ত্রী জান্নাতি বেগম, মামাতো ভাই শাহীন ও তার স্ত্রী মর্জিনা বেগমসহ ২০ জন আত্মীয়-স্বজনের নাম ওএমএস-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তিনি। এমনকি নিজের নামেও ওএমএস-এর চাল তুলেছেন হযরত আলী।
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য হযরত আলী বলেন, তালিকায় যাদের নাম রয়েছে, তারা সবাই হতদরিদ্র। আমি আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি বলেই প্রতিপক্ষরা প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর জন্য অভিযোগ করেছেন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন