একনেক সভায় অনেক গেমচেঞ্জিং প্রকল্প নেয়া হচ্ছে -পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতি মঙ্গলবার আমরা একনেক সভায় বসি। সভায় অনেকগুলো গেমচেঞ্জিং প্রকল্প নেওয়া হচ্ছে। অনেক অপচয় হচ্ছে, দুর্নীতিও হচ্ছে। কিন্তু সবকিছু ছাপিয়ে উন্নয়নের সূর্যোদয় হয়েছে। মহাউন্নয়ন দেখা দিচ্ছে।
রোববার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেজর সালেক চৌধুরী বীর উত্তম কানফারেন্স হলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকায় চাপ বাড়ছে, উল্লে করে পরিকল্পনামন্ত্রী বলেন, সবকিছু আমাদের ঢাকায়। ঢাকায় অসহনীয় পরিবেশ। সবাই ঢাকায় আসতে চায়। গ্রামের প্রাইমারি স্কুলের টিচার সেও ঢাকার ডিজি অফিসে আসতে চায়। বদলি, প্রমোশন, বেতন বাড়ানোসহ নানা কাজে ঢাকায় আসতে হয়। ক্ষমতা কেন্দ্রীভূত করে আমরা ঢাকায় বসে আছি। মন্ত্রীরা, সচিবরা, ডিজিরা সবাই ঢাকায়। এটার মন্দ-ভালো বলার ক্ষমতা আমার নেই, বলাও উচিত না। আমাদের প্রধানমন্ত্রী খুবই ইনোভেটিভ পার্সন, তিনি এটা ভাঙতে চান। তবে কারো একার পক্ষে এটা সম্ভব না। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামে কমিউনিটি ক্লিনিক ও প্রাইমারি স্কুল দেখি। এগুলোও উন্নত হচ্ছে। আমার মা-চাচিরা এসব সুযোগ-সুবিধা পায়নি। তবে, এখন গ্রামের মায়েরা এসব সুযোগ পাচ্ছেন। আমরা গ্রামের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছি। গ্রামে গ্রামে স্কুল তৈরির হিড়িক পড়ে গেছে। সবাই বলে, এমপি সাহেব স্কুল করতে চায়। এতে বোঝা যায়, এটা ব্যবসায়িক দিক নয়। এটা নিয়ে মানুষের আগ্রহ আছে। কিন্তু আজীবন এটাকে চালিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন