আসছে ভারতীয় গরু, পঞ্চগড়ে আটক ৯
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ৯টি ভারতীয় গরু আটক করেছে পুলিশ।
সদর উপজেলার অমরখানা ইউনিয়নের আবালু পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম ও মামুন হোসেনের বাড়ি থেকে গত শুক্রবার (২ জুলাই) দিনগত রাত ২ টার দিকে গরুগুলো আটক করা হয়।
পুলিশ জানান, ভারত থেকে অবৈধ পথে গরু আসছে- ডিএসবির দেওয়া এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে গরুগুলো আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারিরা পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (৩ জুলাই) আবু আককাছ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন