আবহাওয়া: ভ্যাপসা গরম, ৪ বিভাগে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের বৃষ্টি ও রোদের কারণে বাতাসে বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে পড়েছে ভ্যাপসা গরম। এদিকে আভাস রয়েছে চার বিভাগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ থেকে ঘন্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। সকাল বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। ফলে বাড়ছে ভ্যাপসা গরম।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন