আউটসোর্সিংয়ে ফায়ার-বিআরটিএ সেবা : সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বিআরটিএ এবং অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের সেবা প্রদানের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করতে কমিটি গঠন করেছে সরকার। সম্ভাব্যতা পরীক্ষা শেষে কমিটি এ বিষয়ে মতামত দেবে।
রোববার (৭ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, বিগত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ‘ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুইং বিজনেস রিফরমস’ (এনসিএমআইডি)-এর ৯ম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বিআরটিএ এবং অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য কমিটি গঠন করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া তিনজন সচিবকে কমিটির সদস্য করা হয়েছে। তারা হলেন- বিদ্যুৎ বিভাগ, ভূমি মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বিআরটিএ এবং অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা দেওয়া যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে সুনির্দিষ্ট মতামতসহ একটি প্রতিবেদন প্রস্তুত করবে।
কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে এবং বিশেষজ্ঞ মতামত গ্রহণ করতে পারবে। কমিটি আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে বলেও এতে জানানো হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন