২১ লাখ টাকার হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ২১০ গ্রাম হেরোইনসহ মো. শহিদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর টোপপাড়া গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাপাড়া গ্রামের জনৈক কমিরুল ইসলামের বাড়ির সামনে থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অস্ত্র আইনে মামলার পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন