হাউজিং কমপ্লেক্সে কুরবানি নিষিদ্ধের বিরুদ্ধে রিটের শুনানি: ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহায় কয়েকটি হাউজিং সোসাইটিতে পবিত্র কুরবানী নিষিদ্ধের বিরুদ্ধে আদালতে করা রিটের শুনানির বিষয়ে কুরবানির পশু রাখা ও জবাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর জন্যে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। বিষয়টি জানিয়েছেন রিটকারীর আইনজীবী শেখ ওমর শরীফ।
এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারক ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ পরামর্শ দেয়। আদালতে গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল অমিত তালুকদার।
এর আগে (২০ জুলাই) জাপান গার্ডেন সিটির এক ফ্ল্যাট মালিক আব্দুল্লাহ আল মামুন শিশিরের পক্ষে তার আইনজীবী শেখ ওমর শরীফ এ রিট করেছিলেন।
রিটের তথ্যে জানা যায়, করোনার অজুহাতে জাপান গার্ডেন সিটির প্রকল্পের অভ্যন্তরে কুরবানির পশু প্রবেশ ও জবাই নিষিদ্ধ করে জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতি। এ বিষয়ে ৫ জুলাই তারা নোটিশ জারি করে। ইস্টার্ন টাওয়ার ফ্ল্যাট মলিক সমবায় সমিতি, লাক্সারি অ্যাপার্টমেন্ট ওনার্স ওয়েলফেয়ার সোসাইটিও পবিত্র কুরবানী বিরোধী এ নোটিশ জারি করে।
পরে ১৪ জুলাই এ বিষয়ে জাপান গার্ডেন সিটির এক ফ্ল্যাট মালিক আব্দুল্লাহ আল মামুন শিশির আইনি নোটিশ দেন।
ওই নোটিশে বলা হয়, করোনাভাইরাসের সাথে পশু কুরবানি করা কিংবা কুরবানির পশুর কোনো সম্পর্ক নেই। সরকার কিংবা সিটি করপোরেশন হাউজিং কমপ্লেক্সে পশু প্রবেশ করানোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। বরং সিটি করপোরেশন স্বাস্থ্যবিধি মেনে পশু কুরবানির ব্যবস্থা নিশ্চিত করেছে। এমন অবস্থায় জাপান গার্ডেনসহ অন্যান্য হাউজিং সোসাইটির কমপ্লেক্সে পশু প্রবেশে নিষেধাজ্ঞা জারির এখতিয়ার নেই।
নোটিশে স্বাস্থ্যবিধি মেনে হাউজিং কমপ্লেক্সে কুরবানির পশু প্রবেশে ব্যবস্থা নিতে বলা হয়। এরপর তিনি রিট করেন বলে জানান আইনজীবী ওমর শরীফ। রিটে স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন