সুবিধাজনক সময়ে বিসিএস ক্যাডারদের পদোন্নতি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: বিশেষ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে বিসিএস ক্যাডারদের (সিভিল সার্ভিস) পদোন্নতির পরীক্ষা না নিতে পারলে ওই পরীক্ষা পরে সুবিধাজনক সময়ে নেয়া যাবে। এজন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পদোন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৭’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগের বিধিমালা অনুযায়ী, বিসিএস ক্যাডারদের পদোন্নতির জন্য পিএসসি কোনো বছরে দুইবার পরীক্ষা নিতে পারতো। দুই পরীক্ষার মধ্যে কমপক্ষে পাঁচ মাসের ব্যবধান রেখে সাধারণভাবে ফেব্রুয়ারি ও আগস্ট মাসে ওই পরীক্ষা নেয়া হতো।
এখন বিধিমালা সংশোধন করে বলা হয়েছে, দৈব-দুর্বিপাক অথবা বিশেষ পরিস্থিতির কারণে উল্লিখিত সময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে সেক্ষেত্রে কমিশন সুবিধাজনক সময়ে উক্ত পরীক্ষা গ্রহণ করতে পারবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন