শিক্ষকদের হাতে অস্ত্র দিতে চান ট্রাম্প!
সাস নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত ১৪ ফেব্রুয়ারি এক স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছে নিকোলাস ক্রুজ (১৯) নামে এক যুবক। এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি চালানোর ১৮তম ঘটনা এটি। ফলে স্কুলে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অথচ স্কুলে গুলির ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাব এল। খবর-বিবিসির।
ট্রাম্প বলেছেন, শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যে কোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন।
হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থীর সাথে সাক্ষাৎকালে বুধবার তিনি বলেন, ‘অস্ত্রের ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড আমরা খুব কঠোরভাবে পরীক্ষা করে দেখব। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব।’
গত ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক হাই স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা নিকোলাস ক্রুজ নামে এক যুবক। ওইদিন স্কুল ছুটির কিছু সময় আগে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৪ শিক্ষার্থী ও আরও তিনজনকে হত্যা করে। ঘটনার কিছু সময় পরই ক্রুজ আটক হন; ১৫ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে সেখানেই পুলিশ তার স্বীকারোক্তির কথা জানায়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন