শার্শায় নতুন ধরনের মাদকসহ গ্রেপ্তার ৫
নিউজ ডেস্ক: যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও নতুন জাতের ফেনসিডিলের বিকল্প ESKUF CODEINE সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু করে বুধবার (১১ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত আলাদা দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্তপথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শার্শার চালতিবাড়িয়া থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪২ বোতল ESKUF CODEINE নামে ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে এক নারীর কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৬ হাজার টাকা। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন