রিকশা শ্রমিকদের মর্যাদা নিশ্চিতের দাবি
নিজস্ব প্রতিবেদক: রিকশা শ্রমিকদের অধিকার, মানবিক মর্যাদা নিশ্চিত ও পৃথক সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশা শ্রমিক সংগঠনের নেতারা।
র্যালির আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক হিসেবে পরিচিত। প্রতিনিয়ত তারা অসম্মানজনক আচরণের শিকার হন। রিকশা শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান বক্তারা।
তারা দাবি জানিয়ে বলেন, রিকশা শ্রমিকদের লাইসেন্স প্রদান করা, লকডাউনে ক্ষতিগ্রস্ত রিকশা শ্রমিকদের তালিকা তৈরি করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা, চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে রিকশা শ্রমিকদের অন্তর্ভুক্ত করা, টোকেন প্রথা বাতিল করে রিকশা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে হবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন