রাস্তায় হাঁটু কাদা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ
বগুড়া সংবাদদাতা: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বিশা থেকে মর্তুজাপুর পর্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটু কাদা হওয়ায় গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বারবার আবেদন জানিয়েও সংস্কার করাতে না পেরে রাস্তাটিতে ধানের চারা রোপণ করে অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন এলাকার তরুণ-যুবকরা। সোমবার (১৪ জুন) ধানের চারা রোপণ করে অবিলম্বে রাস্তাটি পাকা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশা থেকে মর্তুজাপুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি ওই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই পথে জিয়ানগরের মহিষমুন্ডা, হেরুঞ্জ, পারলা, মাধাইমুড়ি, বারাদীঘি গ্রামের বিপুল সংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কাঁচা এ রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সম্প্রতি বৃষ্টিপাত শুরু হওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়ে কাদা ও পানিতে একাকার হয়ে গেছে। গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জিয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাকিম তালুকদার জানান, রাস্তাটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের। তিনি রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী অফিসে আবেদন করেও ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন। বাধ্য হয়ে তিনি নিজেই রাস্তাটির মর্তুজাপুর থেকে আরসিসি ও বিশা থেকে ইটের এইচবিবি করার প্রকল্প নিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন বলেও জানান এ স্থানীয় জনপ্রতিনিধি।
দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলম জানান, রাস্তাটি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের হলেও তা এখনও তালিকাভুক্ত হয়নি। তাই উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। তবে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে। এরপর কার্পেটিং করে জনগণের দুর্ভোগ লাঘব করা হবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন