রাঙামাটিতে সশস্ত্র ৩ উপজাতি সন্ত্রাসী আটক
রাঙামাটি সংবাদাদাতা: দুই উপজেলায় পৃথক অভিযানে থেকে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফের তিন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। বাঘাইছড়িতে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তাবাহিনী। অন্যদিকে রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনীর অভিযানে একটি থ্রিনটথ্রি রাইফেল ও পাঁচ রাউন্ড গুলিসহ ইউপিডিএফের আরেক সন্ত্রাসীকে আটক করা হয়।
গতকাল শুক্রবার (১৩ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে করেঙ্গাতলীর উত্তরে বঙ্গলতলী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক উপজাতি সন্ত্রাসীরা হলো, উমের চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২), রূপায়ন চাকমা (গঙ্গামানি) (৫০)।
উমের চাকমা (৩৪) এবং রকেট চাকমার (২২) বিরুদ্ধে করেঙ্গাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র শাখার সক্রিয় সন্ত্রাসী। ওমর চাকমা ও রকেট চাকমাকে গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইলফোন, নগদ অর্থ, আইডি কার্ড ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আগের কোনও মামলা আছে কিনা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনীর অভিযানে ভোররাতে একটি থ্রি নট থ্রি রাইফেল ও পাঁচ রাউন্ড গুলিসহ ইউপিডিএফ সদস্য রূপায়ন চাকমাকে (গঙ্গামানি) আটক করা হয়। উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের হাছাছড়া এলাকা থেকে তাকে আটক করে নিরাপত্তাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক রূপায়নকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান।
তবে দুই উপজেলা থেকে তিন সন্ত্রাসীকে আটকের বিষয়ে সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা দাবি করেছে, আমাদের কর্মীরা সাংগঠনিক কাজ করার সময় তাদেরকে আটক করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক বিবৃতি দেবো।’
তবে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন