যেকোনো সময় শৈত্যপ্রবাহের কবলে পড়বে দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সকাল থেকে সূর্য লুকোচুরি খেলছে। হিমেল ঠান্ডা বাতাস আর শীতে ছিন্নমূল মানুষের মধ্যে দেখা দিয়েছে নিদারুণ কষ্ট। দিন যত যাবে শীত ততই বাড়বে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।
ছয় ঋতুর হিসাব অনুয়ায়ী আজ বুধবার শীতকালের ৭ পৌষ। যদিও শীত অন্যান্য বছরের মতো এখনো তার চরিত্র পুরোপুরি প্রকাশ করেনি। দিনাজপুরে এখনো অপেক্ষাকৃত শীত কম।
দিনাজপুরে তাপমাত্র সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্য উঠলেও ৯টা থেকে সূর্য লুকোচুরি খেলা শুরু করেছে। কখনো উঠছে, কখনো মেঘের পেছনে লুকাচ্ছে। সকাল-সন্ধ্যা শীতের তীব্রতা বাড়ছে।
শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে দেরিতে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ ২২ ডিসেম্বর দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, দিনাজপুরে তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার খুব কাছাকাছি অবস্থান করছে, যেকোনো সময় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন