ভুট্টায় বদলেছে চরবাসীর জীবন-জীবিকা
নীলফামারী সংবাদদাতা: কৃষি অর্থনীতিনির্ভর জেলা নীলফামারী। জেলার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি। এ জেলার উর্বর দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল আবাদ হয়ে থাকে। তবে অন্যতম রবিশস্য ভুট্টা লাভজনক ও পুষ্টিসমৃদ্ধ হওয়ায় কৃষকরা ঝুঁকে পড়েছেন ভুট্টা আবাদে।
ধান, গম, সরিষা, পাট, কমলা, মালটা, আপেলকুল, চা, আম, লিচু, ড্রাগন, আদা চাষ ছাড়াও ভুট্টা এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, বদলে দিয়েছে মানুষের জীবন-জীবিকা।
তিস্তা নদীর বুকে জেগে উঠেছে একাধিক চর। সেই চরে চলছে নানা জাতের ফসলের চাষাবাদ। কম সময়ে ও ভূগর্ভ স্তরের পানি কম ব্যবহার করতে রবিশস্য আবাদের জন্য কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন। তিস্তার চরাঞ্চলে এ বছর আবহাওয়া অনুকূল ও ভুট্টায় পোকার আক্রমণ না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। ভুট্টা চাষে প্রতি বিঘায় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় ভুট্টার ফলন আসে ৩৫ থেকে ৪০ মণ। বাজারে নতুন ভুট্টার মণ ৬০০ থেকে ৭০০ টাকা।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন