ব্যাংকে গ্রাহকের টাকা চুরি চক্রের ৬ নারী আটক
রাজবাড়ী সংবাদাদাতা: ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা চুরি চক্রের ছয় নারীকে আটক করেছে পুলিশ। বুধবার জেলা শহরের পাচ তলা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা থেকে আটক করা হয়।
রাজবাড়ী ইসলামী ব্যাংক থেকে জানা যায়, গত ২৯ আগস্ট আমজাদ হোসেন নামে এক গ্রাহকের ব্যাংকের ভিতর থেকে ৫০ হাজার টাকা চুরি হয়। গত সোমবার (৬ সেপ্টেম্বর) আবারও ব্যাংকের ভিতর থেকে জাহেদা বেগম নামে আরেক গ্রাহকের ৪৫ হাজার টাকা চুরি হয়। আজ ব্যাংকের সিসিটিভি দেখে ওই নারীদের সন্দেহ হলে তাদের আটকে রাখে ব্যাংক কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখার ম্যানেজার (অপারেশন) ফারুক হোসেন জানান, আগে দুই দফা চুরির পর তারা সিসিটিভি পর্যবেক্ষণ করে। ভিডিও ফুটেজে আগের দুই চুরির সময়ও ওই নারীদের ব্যাংকের ভিতরে দেখা গেছে। অথচ তাদের ব্যাংকে কোনো একাউন্ট বা লেনদেন নেই। তারা ভিড়ের মধ্যে কৌশলে গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরা বড় কোনো চোর চক্রের সদস্য হতে পারে। এই বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন