পানি বিলে এগিয়ে বস্তির বাসিন্দারা -ওয়াসা এমডি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের চেয়ে পানি বিলে বস্তির বাসিন্দারা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খান। শনিবার কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
পানির বৈধ সংযোগ ব্যবহার করে নিয়মিত বিল পরিশোধ করায় তেজগাঁওয়ের নিম্ন আয়ের ২৫ জনকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়। নিম্ন আয়ের কমিউনিটির গ্রাহকদের ‘পাবলিক ওয়াটার সার্ভিসের’ বৈধ সংযোগ ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ওয়াসা, ওয়াটারএইড, সাজেদা ফাউন্ডেশন ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সভাপতির বক্তব্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খান বলেন, গুলশানে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে যাদের মাসের পর মাস, বছরের পর বছর পানি বিল বকেয়া থাকে। সেখানে নিম্ন আয়ের শতকরা প্রায় ১০০ ভাগ মানুষ তথা বস্তিবাসী পানির বিল দিচ্ছেন। তাদের কোনো বকেয়া বিল নেই। তাই তাদের আদর্শ গ্রাহক হিসেবে পরিগণিত করা হচ্ছে। তাদের ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগে শহরের ১৫ থেকে ২০ শতাংশ বস্তির মানুষ পানির ব্যবস্থার বাইরে ছিল। কিন্তু বস্তির মানুষকে পানির বাইরে রেখে পরিবেশবান্ধব ও গণমুখী পানি ব্যবস্থা করা যায় না। তখন তারা মাস্তানদের মাধ্যমে পানি পেতেন। আমরা যে দামে পানি দেই, তার চেয়ে পাঁচগুণ বেশি মাস্তানরা পানির দাম নিতেন। তাই পরিকল্পনা ছিল সমস্ত ঢাকায় পানির ব্যবস্থা করা। নিম্ন আয়ের মানুষকে বৈধ পানির ব্যবস্থা করা। আলহামদুলিল্লা এখন আমরা তা করতে পেরেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০৯ সালের আগে পানির জন্য ঢাকায় কলস, ঝাড়ু মিছিল হতো। সবাই বলতেন পানি দাও পানি দাও। এখন ঢাকার সব জায়গায় ওয়াসার পানি সংযোগ গেছে। কোথাও পানি সংকট নেই। দুই-এক জায়গায় যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হলেও তা তাৎক্ষণিক ঠিক করে দেওয়া ওয়াসা।
তিনি বলেন, বস্তিবাসী সবসময় বৈধ সংযোগ চাইত। তারা পানি বিল দিতে চাইত। তখন আমি তাদের সঙ্গে কথা বলেছি। তবে স্থায়ী ঠিকানার অভাবে আগে তাদের পানি দেওয়া হতো না। সেই জটিলতা নিরসন করেছে ঢাকা ওয়াসা। এখন পানি বিল দিয়ে তা প্রমাণ করেছে বস্তিবাসী।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন