পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসা কর্তৃক আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি এক হাজার লিটার পানির দাম ৫% হারে বাড়ানোর সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ কথা জানায়।
পানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনবিরোধী হিসেবে আখ্যা দিয়ে ওয়াসার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলে সরকারের প্রতি জোর দাবি জানায় ন্যাপ।
বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে পরিপূর্ণ ব্যর্থ ঢাকা ওয়াসা পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক ও জনবিরোধী। জনগণের চাহিদা মোতাবেক বিশুদ্ধ পানি প্রদানে ব্যর্থ ঢাকা ওয়াসা এর আগেও আবাসিক ও বাণিজ্যিক সংযোগে পানির মূল্যবৃদ্ধি করেছিল।’
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন