পদ্মা সেতুর পিলারে ধাক্কা, সাময়িক বরখাস্ত ফেরির মাস্টার
নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার পরে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে ফেরিটির। এ সময় চালক ফেরিটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে শিমুলিয়াঘাটে এসে ফেরিটি নোঙর করে।
রো-রো ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমান বলেন, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।
বিআইডব্লিউটিএর পরিচালক জয়নুল আবেদীন বলেন, ফেরি পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। তবে চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন