জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
চাঁদপুর সংবাদদাতা: জাটকা রক্ষা কর্মসূচিতে মার্চ-এপ্রিল দুই মাস ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞার রয়েছে আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম।
এসময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিমাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। এসব চাল ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে নিবন্ধিত জেলেদের কার্ড যাচাই বাছাই করে বিতরণ করেন জনপ্রতিনিধিরা। চলতি জাটকা মৌসুমে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৮০ কেজি চালের মধ্যে পাঁচ থেকে আট কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা।
বৃহস্পতিবার সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মেঘনার পূর্ব পাড়ে তিন ওয়ার্ডে খাদ্য সহায়তার চাল বিতরণকালে চাল কম দেওয়ায় হট্টগোল শুরু হয় জেলে ও ইউপি সদস্যদের মধ্যে। জেলেদের তোপের মুখে পড়েন ইউপি সদস্য সেলিম বেপারী। তাকে বেশ কিছু সময় অবরুদ্ধ করে রাখেন জেলেরা। পরে অন্যান্য ইউপি সদস্য এসে তাকে মুক্ত করেন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন