চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭ নেতা গ্রেফতার
চট্টগ্রাম সংবাদদাতা: নগরের বিভিন্ন স্থানে অভিযোন চালিয়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তারা হলেন- নগর শিবিরের শিক্ষাবিষয়ক সম্পাদক মিফতাহুল আলম (২৮), নগর জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম (৫৫), নগর শিবিরের সাথী ইরফান ইউনুস (২৮), নগর জামায়াতের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (৪০), জামায়াত কর্মী ইমরান আলী, মো. দেলোয়ার ও মো. আবু বক্কর সিদ্দিক।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জাহিদুল কবির বলেন, মঙ্গলবার মিছিল করার পরে জামায়াতের নেতারা কেউ বাসায় ছিল না। নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন