গঙ্গা হয়েছে, তিস্তা চুক্তিও হবে -উপমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তিস্তা চুক্তি নিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনা করেই তিস্তা চুক্তি করবেন। প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও করবেন তিনি।’
সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
ফারাক্কার বাঁধ নিয়ে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তির মাধ্যমে পানি যে হিস্যা সেটি প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে প্রবল বন্যা হলে তারা ফারাক্কার বাঁধের গেট খুলে দেয়। এটি আমাদের ভৌগলিকভাবেই দীর্ঘদিনের সমস্যা। এটি আমরা সমাধান করতে পেরেছি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন